Wellcome to National Portal
Main Comtent Skiped

বাংলাদেশের          মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন (২০২২) (প্রাথমিক)         সাক্ষরতার হার (৭ বছর এবং তার বেশি) ৭৪.৬৬%          মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর বা তার বেশি) ৫৫.৮৯%          ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর বা তার বেশি) ৩০.৬৮%          জিডিপি ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)          জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৫% (২০২১-২২) (P)          জিএনআই  ৪১,২৪১ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)          মাথাপিছু আয় - ২,৮২৪ মার্কিন ডলার (২০২১-২২) (P)          আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা (২০২০-২১)          রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা (২০২০-২১)          মূল্যস্ফীতি ৮.৭১% (ডিসেম্বর ২০২২)          রেমিটেন্স ১৬৮.০১ বিলিয়ন টাকা (ডিসেম্বর ২০২২)          বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩,৭৪৭.৭ মিলিয়ন মার্কিন ডলার (ডিসেম্বর ২০২২)


Title
জনশুমারি ও গৃহগণনা ২০২০-এর নির্বাচিত তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজারগণের দৃষ্টি আকর্ষণ
Details
'জনশুমারি ও গৃহগণনা ২০২১' প্রকল্পের আওতায় শুমারিকর্মীদের (তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার) পারিতোষিক/সম্মানী মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রদান সংক্রান্ত বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেডের সাথে 'জনশুমারি ও গৃহগণনা ২০২১' প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বিকাশ (bKash)-এর মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড বাস্তবায়ন করবে। যেসকল শুমারিকর্মীর প্রদত্ত নম্বরে বিকাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নেই অথবা থাকলেও সচল নেই, তাদেরকে বিকাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার জন্য অনুরোধ করা হলো। সচলকরণে প্রয়োজনবোধে বিকাশ এজেন্টগণের সহযোগিতা নেয়া যাবে।
 
তালিকাকরণ কার্যক্রমের তারিখ চূড়ান্ত হলে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
 
নির্বাচিত শুমারিকর্মীদের (তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার) কেউ দায়িত্ব পালনে অপারগ হলে অথবা অন্য কোথাও চাকরিরত হলে লিখিতভাবে 'পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, পটিয়া, চট্টগ্রাম' বরাবর অব্যাহতির আবেদন করতে হবে। অব্যাহতির আবেদনপত্র এই অফিসে হার্ডকপি আকারে অথবা usopatiya@gmail.com এই ইমেইলে সফটকপি আকারে জমা দেয়া যাবে।
Attachments
Publish Date
17/09/2020
Archieve Date
02/02/2021