০৯-২০ জুন ২০১৯ খ্রি. : সারাদেশের ন্যায় পটিয়া উপজেলাতেও 'কৃষি শুমারি ২০১৯' অনুষ্ঠিত। পটিয়া উপজেলাকে ৫টি জোনে ভাগ করে ৫ জন জোনাল অফিসার, ৪৭ জন সুপারভাইজার ও ৩০৩ জন গণনাকারীর সমন্বয়ে এ শুমারি সম্পন্ন হয়।
১৫-২১ জুন ২০১২ খ্রি. : সারাদেশের ন্যায় পটিয়া উপজেলাতেও দেশের প্রথম ডিজিটাল ও ষষ্ঠ 'জনশুমারি ও গৃহগণনা ২০২২' অনুষ্ঠিত। পটিয়া উপজেলাকে ৭টি জোনে ভাগ করে ১ জন উপজেলা শুমারি সমন্বয়কারী, ৭ জন জোনাল অফিসার, ৭ জন আইটি সুপারভাইজার, ১২৬ জন সুপারভাইজার ও ৭৩৭ জন গণনাকারীর সমন্বয়ে এ শুমারি সম্পন্ন হয়। পটিয়ার পরিসংখ্যান কর্মকর্তা জনাব মীর আন্-নাজমুস সাকিব এতে চট্টগ্রাম-০৭ শুমারি জেলার জেলা শুমারি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস