এক নজরে পটিয়া উপজেলা:
১। উপজেলার নাম : পটিয়া
২। আয়তন : ৭৪৪৩৩.০১ একর /৩০১.৩০ বর্গ কিলোমিটার / ১১৬.৩০২ বর্গমাইল (সূত্র-জিও কোড হালনাগাদ কার্যক্রম, বিবিএস) ।
৩। সীমানা : উত্তরে –বোয়ালখালী উপজেলা,পূর্বে- রাঙ্গুনিয়া ও চন্দনাইশ উপজেলা,দক্ষিণে- চন্দনাইশ ও আনোয়ারা উপজেলা,পশ্চিমে- কর্ণফুলী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
৪। ইউনিয়নের সংখ্যা ও নাম : ১৭ টি, কোলাগাঁও, কুসুমপুরা, জিরি, কাশিয়াইশ, আশিয়া, বরলিয়া, জঙ্গলখাইন, হাবিলাসদ্বীপ, ধলঘাট, দক্ষিণ ভূর্ষি, কেলিশহর, হাইদগাঁও, কচুয়াই, ভাটিখাইন, ছনহরা, শোভনদন্ডী ও খরনা।
৫। পৌরসভার সংখ্যা ও নাম : ০১ টি, পটিয়া পৌরসভা।
৬। পৌরসভার ওয়ার্ড সংখ্যা : ০৯ টি।
৭। পৌরসভার মহল্লা সংখ্যা -১৩ টি (সূত্র-আদমশুমারি ও গৃহগণনা-২০১১, বিবিএস)।
৮। গ্রামের সংখ্যা-১১৭ (সূত্র-জিও কোড হালনাগাদ কার্যক্রম,বিবিএস) ।
৯। মৌজার সংখ্যা- ১১৫ ( জনবসতিপূর্ণ-১০৮, জনবসতিহীন-০৭ টি) (সূত্র-আদমশুমারি ও গৃহগণনা-২০১১, বিবিএস)।
১০। মোট জনসংখ্যা-৩,৬৬,০১০ জন, পুরুষ- ১৮২৪৩৬ জন, মহিলা- ১৮৩৫৭৪ জন (সূত্র-আদমশুমারি ও গৃহগণনা-২০১১,বিবিএস)।
১১। জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭
১২। ধর্মভিত্তিক জনসংখ্যা : মুসলিম-২৮৭৮৯৫ জন, হিন্দু-৭০৩৩৮ জন,বৌদ্ধ- ৭৬৪৮ জন, খ্রিস্টান-৭৩ জন,অন্যান্য- ৫৬ জন।
১৩। পরিবার/খানার সংখ্যা : ৭১৬২৪
১৪। হাউজহোল্ড সাইজ : ৫.০৪
১৫। মোট টিউবওয়েল : আর্সেনিকমুক্ত প্রায়-৯৮%
১৬। জনসংখ্যার ঘনত্ব : ১২১৫ জন প্রতি বর্গকিলোমিটারে (কর্ণফুলী বাদে),৩১৪৭ জন প্রতি বর্গ মাইলে (কর্নফুলী বাদে) (সূত্র – আদমশুমারি ও গৃহগণনা-২০১১,বিবিএস)
১৭। সংসদীয় আসন-০১ টি (২৮৯,চট্টগ্রাম-১২)
১৮। মোট ভোটার : (পুরুষ- মহিলা-)
১৯। জমির পরিমাণ :-১৭৪৬০ হেক্টর,আবাদি-১৪১১৫ হেক্টর,আবাদযোগ্য-১৬১১০ হেক্টর,ফসলি জমি-২৪৬০২ হেক্টর।
২০। হাসপাতাল –সরকারি-০১ টি,বেসরকারি-০১ টি।
২১। পোস্ট অফিস-প্রধান-০১ টি,শাখা-১৯ টি।
২২। শিক্ষা প্রতিষ্ঠান-সরকারি কলেজ-০১টি,বেসরকারি কলেজ-০৮টি,সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়-০১, মোট বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-৪৬,সরকারি প্রাথমিক বিদ্যালয়-১৫২,বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-০২ ,মাদ্রাসা-২২টি,বালিকা বিদ্যালয়-০৬,কওমি মাদ্রাসা-১০ ,প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র-০১,কৃষি প্রশিক্ষণ কেন্দ্র-১০ টি (সূত্র-উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
২৩। খাদ্য গুদাম-১১টি,মৎস্য খামার-০১ টি,বিসিক শিল্প নগরী-০১ টি (সূত্র-উপজেলা খাদ্য ও মৎস্য অফিস,পটিয়া)
২৪। শিক্ষার হার: ৫৪.৯% (পুরুষ-৫৭.৩%,মহিলা-৫২.৫%) (সূত্র- আদমশুমারি ও গৃহগণনা-২০১১,বিবিএস)।
২৫। হাট-বাজার : ২৮ টি (সূত্র-ইউএনও অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
২৬। স্টেডিয়াম :০১ টি (সূত্র-ইউএনও অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
২৭ । সিনেমা হল : ০২ টি (সূত্র-ইউএনও অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
২৮ । মসজিদ : ৪৮৬ টি।
২৯। মন্দির : ৪৪২ টি (সূত্র-ইউএনও অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
৩০। প্যাগোডা : ৪২ (সূত্র-ইউএনও অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
৩১ । ব্যাংক : তফসিলী ব্যাংক-২০ টি,শাখা-২৪ টি।
৩২ । বিদ্যুৎ বিতরণ কেন্দ্র : ০২ টি।
৩৩। মুক্তিযোদ্ধার সংখ্যা : ভাতাপ্রাপ্ত-৩৫৯ জন ( সূত্র-উপজেলা সমাজসেবা অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
৩৪ । এনজিও : ১৩১ টি ( সূত্র-উপজেলা সমাজসেবা অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
৩৫ । এতিমখানা : ২৭টি ( সূত্র-উপজেলা সমাজসেবা অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
৩৬ । পল্লী বিদ্যুৎ সমিতি : ০১ টি (সূত্র-ইউএনও অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
৩৭। ফায়ার সার্ভিস : ০১ টি (সূত্র-ইউএনও অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
৩৮। দর্শনীয় স্হানসমূহ : শাহচাঁন্দ আউলিয়া মাজার,বাসস্টেশন,পটিয়া,চট্টগ্রাম।
পূর্ব শ্রীমাই ভুটভুটি ছড়া,হাইদগাঁও
প্রীতিলতা সাংস্কৃতিক ভবন ও আবক্ষ মূর্তি, ধলঘাট
আবদুল করিম সাহিত্য বিশারদ স্মৃতি পাঠাগার,পটিয়া
ওয়েস্টার্ন মেরিন জাহাজ নির্মাণ কেন্দ্র, কোলাগাঁও, পটিয়া
(সূত্র-ইউএনও অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
৩৯ । মোট ব্রিজ-৬১, কালভার্ট-২৭০, স্লুইস গেইট-০৯
৪০। মোট খাল-৩৫ টি, মৎস্য খামার-১৬৮ টি। (সূত্র-উপজেলা মৎস্য অফিস,পটিয়া,চট্টগ্রাম)।
প্রচারে- উপজেলা পরিসংখ্যান কার্যালয়, পটিয়া, চট্টগ্রাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস