Wellcome to National Portal
Main Comtent Skiped

বাংলাদেশের          মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন (২০২২) (প্রাথমিক)         সাক্ষরতার হার (৭ বছর এবং তার বেশি) ৭৪.৬৬%          মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর বা তার বেশি) ৫৫.৮৯%          ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর বা তার বেশি) ৩০.৬৮%          জিডিপি ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)          জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৫% (২০২১-২২) (P)          জিএনআই  ৪১,২৪১ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)          মাথাপিছু আয় - ২,৮২৪ মার্কিন ডলার (২০২১-২২) (P)          আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা (২০২০-২১)          রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা (২০২০-২১)          মূল্যস্ফীতি ৮.৭১% (ডিসেম্বর ২০২২)          রেমিটেন্স ১৬৮.০১ বিলিয়ন টাকা (ডিসেম্বর ২০২২)          বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩,৭৪৭.৭ মিলিয়ন মার্কিন ডলার (ডিসেম্বর ২০২২)


Title
Agricultural Census 2019
Details

প্রাণপ্রিয় এলাকাবাসী,

 

আসসালামু আলাইকুম।

 

‘কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’- এই শ্লোগানকে সামনে রেখে আগামী ০৯-২০ জুন ২০১৯ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে ‘কৃষি শুমারি ২০১৯’। এ লক্ষ্যে স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে ঘরে ঘরে তথ্য সংগ্রহ করা হবে। দেশের কৃষি বিষয়ক পরিকল্পনা প্রণয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আপনার এলাকার তথ্য সংগ্রহকারীকে সঠিক তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করুন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ুন।

 

প্রচারে-

 

কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি প্রকল্প ২০১৮

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ

পরিকল্পনা মন্ত্রণালয়

Attachments
Image
Publish Date
08/06/2019
Archieve Date
29/06/2019