পটিয়া উপজেলার সকল পেশাজীবী ও ব্যবসায়ী জনগণ, আবাল-বৃদ্ধ-বণিতা, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গসহ সকল দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সর্বোপরি এসআইডি ও বিবিএস পরিবারের সকল সদস্যকে জানাচ্ছি পবিত্র ইদ-উল-আযহার শুভেচ্ছা। করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণজনিত কারণে এবারের ইদ অন্য সময়ের চেয়ে আলাদা। এবারের ইদে সরকারি নির্দেশনা মোতাবেক শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কুরবানি সম্পন্ন করতে হবে ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব। সরকারি নির্দেশনা মেনে, পরিবার পরিজন ছেড়ে কর্মস্থলে অবস্থান করে, উপজেলা প্রশাসনের সুযোগ্য নেতৃত্বে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছি আপামর জনসাধারণের পাশে।
আলহামদুলিল্লাহ্, পটিয়াবাসী করোনা ভাইরাসের প্রভাব অনেকটাই কাটিয়ে উঠেছে। আর অল্প কিছুদিন কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলেই ইন-শা-আল্লাহ্ মহান আল্লাহ্ রাব্বুল আলামিন আমাদেরকে এ ভাইরাসের প্রভাবমুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি।
আসুন, আমরা সবার জন্য দোয়া করি। মহান আল্লাহ্ রাব্বুল আলামিন যেন দ্রুত আমাদের এ মহাবিপদ থেকে রক্ষা করেন। আমিন।
সকলকে আবারও ইদের শুভেচ্ছা। "ইদ মোবারক"।
শুভেচ্ছান্তে,
মীর আন্-নাজমুস সাকিব
পরিসংখ্যান কর্মকর্তা
উপজেলা পরিসংখ্যান কার্যালয়
পটিয়া, চট্টগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস