সম্মানিত পটিয়াবাসী
শুভেচ্ছা নেবেন।
করোনার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে চায় পটিয়া উপজেলা প্রশাসন। আপনার সামর্থ্য ফুরিয়ে এসেছে, কিন্তু লোকলজ্জায় বলতে পারছেন না। আপনারও সহযোগিতা প্রয়োজন। কিন্তু সামাজিক মর্যাদা রক্ষায় চাইতে পারছেন না। আমরা আপনার পাশে দাঁড়াতে চাই।
কথা দিচ্ছি, আপনার সামাজিক মর্যাদা রক্ষার দায়িত্বও আমাদের। এই সহযোগিতার কথা কেউই জানবেনা। আপনি শুধু আমাদের সাথে যোগাযোগ করুন।
ঘরে থাকুন, নিরাপদ থাকুন।
আস্থা রাখুন।
একইসঙ্গে সমাজের বিত্তবান/আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের অনুরোধ জানাচ্ছি মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য।
ফারহানা জাহান উপমা
উপজেলা নির্বাহী অফিসার
পটিয়া, চট্টগ্রাম।
যোগাযোগ করুন-
ফোন – ০৩০৩৫৫৬৩২০
মোবাইল-
০১৭৫৫৫২১৩৩০, ০১৮২৭২৭৮৭৪৫ (উপজেলা প্রশাসন)
০১৯৬৩৮০৪২২৪ (উপজেলা পরিসংখ্যান কার্যালয়)
মেসেঞ্জার-
https://www.facebook.com/messages/t/unopatiya (উপজেলা প্রশাসন)
https://www.facebook.com/messages/t/uso.patiya (উপজেলা পরিসংখ্যান কার্যালয়)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস